ফের জাল নোট উদ্ধার, ধৃত পাচারকারী

কালিয়াচক, ১৮ জুনঃ ফের বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করল সিএসএফ জওয়ানরা। শনিবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কুম্ভীরা গোপালগঞ্জ যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে জাল নোট সহ একজন পাচারকারী যুবককে আটক করে বিএসএফ জওয়ানরা। ধৃতের নাম নিজামুল হক (২০)। তার বাড়ি বৈষ্ণবনগরের ঘেরা ভগবানপুর গ্রামে। ধৃতের হেফাজত থেকে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। মোট ৯৮টি দু’হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে।

বিএসএফ-এর সাউথ বাংলা ফ্রন্টিয়ারের আইপিএস জেনারেল ইনস্পেকটর পিএসআর আনজানেউলু জানান, সীমান্ত এলাকায় সমস্ত অবৈধ কাজকর্ম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার হয়েছে। সীমান্ত এলাকায় চোরাপাচারকারীদের আনাগোনার ওপর পুরোপুরি নজরদারি চালানো শুরু হয়েছে। শনিবার সূত্র থেকে খবর পেয়ে একজন আন্তর্জাতিক জাল নোট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সে জাল নোটগুলি দেশের বিভিন্ন প্রান্তে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। ধৃতকে রবিবার দুপুরে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জাল নোটগুলি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sEvmlF

June 18, 2017 at 11:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top