নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার !

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর যুবক ফরহাদ আহমেদের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুরে স্থানীয় বিলে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত ফরহাদ আহমেদ (২২) চারখাই ইউনিয়নের তরঙ্গ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। সে রোববার রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন বলে স্বজনরা জানান।

জানা যায়, এলাকার জনৈক তারেক এবং আরও কয়েকজন রোববার রাত ৯টার দিকে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে ফরহাদ নিখোঁজ ছিলেন। পরিবারের ধারণা, তারেক সহযোগীদের নিয়ে ফরহাদকে নির্যাতন করে পানিতে ফেলে দেয়।

স্থানীয়রা জানান, তারেকের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি অভিযোগ রয়েছে। তার সাথে ফরহাদের পূর্ব বিরোধ ছিল।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা গ্রামের একটি বিল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল সম্পন্ন শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s9Vrdh

June 26, 2017 at 11:51PM
26 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top