সরকারি লোকদের অন্তর দিয়ে জনগণের সেবা করতে হবে-বিভাগীয় কমিশনার।

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, জনগনের সেবক হয়ে কাজ করতে হবে। শুধু মুখে বললে হবে না সরকারি লোকদের অন্তর দিয়ে জনগণের সেবা করতে হবে। যুব সমাজকে সময়োপযোগী শিক্ষা দিয়ে কাজে লাগাতে পারলেই শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন সম্ভব হবে।

সিলেটে পাবলিক সার্ভিস দিবস পালনে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজমানারা খানুম আরও বলেন, মেধাবী তরুণ জনগোষ্ঠীকে পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে বেছে নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়। জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পাবলিক সার্ভিসের গুরুত্ব অপরীসিম। কারন তরুণ জনগোষ্ঠীকে মেধাবী করে তুলে কাজে লাগাতেই পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠন বাস্তবায়ন হবে। শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন করতে সর্বক্ষেত্রে উন্নয়ন করতে হবে। দেশকে আরো এগিয়ে নিতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর দাস প্রমুখ।

সিলেটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালনে জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যায় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর কোর্ট পয়েন্টে মিলিত হয়। পরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sxU8nj

June 23, 2017 at 05:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top