পাহাড়-সমতল দ্বন্দ্ব, চালকের বিক্ষোভে ভাঙচুর গাড়ি

শিলিগুড়ি, ২৩ জুনঃ ‘সিকিম নম্বরের গাড়ি সমতলে যাত্রী নিয়ে আসতে এবং ওপরে যেতে পারলে পশ্চিমবঙ্গের গাড়ি কেন তা পারবে না?’-এই প্রশ্নে শুক্রবার দফায় দফায় বিক্ষোভ হল শিলিগুড়িতে। ভাঙচুর করা হল সিকিমগামী দু’টি গাড়ি। এদিন স্থানীয় চালকরা প্রথমে বিক্ষোভ দেখান সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টতে (এসএনটি)। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখান থেকে একদল চালক চলে যায় চম্পাসারি এলাকায়। স্টেট গেস্ট হাউসের সামনে তারা আটকে দেয় সিকিম নম্বরের গাড়ি। এই সময়েই দু’টি গাড়ি ভাঙচুর হয় বিক্ষোভকারীদের ছোঁড়া ঢিলে। এসিপি অচিন্ত্য গুপ্ত বিশালবাহিনী নিয়ে পৌঁছে পরিস্থিতি আয়ত্ত্বে আনেন। নামানো হয় র‍্যাফও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t1UxzK

June 23, 2017 at 05:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top