‘আ.লীগ সরকারই রেল উন্নয়নে কাজ করেছে অন্যেরা করেছে লুটপাট’

নিজস্ব প্রতিবেদক ● রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন আয়ামীলীগ ক্ষমতায় এলে মানুষের সম্পদের লুটপাট হয়না। আওয়ামীলীগ সরকারই একমাত্র দেশের রেলওয়ে ব্যবস্থার উন্নয়নে কাজ করেছে। অার অন্যেরা দেশের মানুষের সম্পদ লুটপাট করেছে রেলের সম্পদ লুটপাট করেছে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ রেলওয়েকে সাধারণ মানুষের পরিবহন হিসেবে পরিণত করতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি।
দেশের মানুষ এখন ট্রেনকে তাদের নিরাপদ বাহন হিসেবে মনে করেন বলেই আজ ট্রনে যাত্রীদের চাপ বেড়েছে। ঈদে যাত্রীদের স্বাচ্ছন্দে গন্তব্যে পৌছেদেয়ার লক্ষ্যে আমারা কাজ করে যাচ্ছি এবং সফল ভাবে আমরা টিকেট দিয়ে মানুষের চাহিদা পুরণ করে যাচ্ছি। যার প্রমাণ সাধারন জনগনের সহজে টিকেট প্রাপ্তি।

শেখ হাসিনা তৈরী করেন আর বিএনপি নেত্রী খালেদা জিয়া তা ধ্বংস করেন।

বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল তাদের জনগনের নিকট কোন প্রকার গ্রহনযোগ্যতা নেই। বাংলাদেশ রেলওয়ে হবে উন্নত বিশ্বের মতো মডেল রেল যোগাযোগ ব্যবস্থা। মন্ত্রী ১৭ জুন নব নির্মিত ডুয়েল গেজ রেললাইনে পার্বতীপুর-দিনাজপুর- পঞ্চগড় রুটে একজোড়া ব্রডগেজ অান্তঃনগর শাটল ট্রনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১৭ জুন শনিবার দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. নরুল ইসলাম সুজন এমপি, নাজমুল হক প্রধান এমপি, ইয়াসিন আলী এমপি, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য মোজাহারুল হক প্রধান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দীন আহমেদ প্রমুখ।

পরে মাননীয় মন্ত্রী আন্তঃনগর শাটল ট্রেনের উদ্বোধন করেন।

The post ‘আ.লীগ সরকারই রেল উন্নয়নে কাজ করেছে অন্যেরা করেছে লুটপাট’ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2tdNGQx

June 17, 2017 at 09:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top