আবাসিক স্কুলের পড়ুয়াদের ঘরে ফিরতে ছাড়

দার্জিলিং, ২১ জুনঃ  দার্জিলিং পাহাড়ের আবাসিক স্কুলগুলি থেকে পড়ুয়াদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিল মোর্চা। আগামী ২৩ তারিখ ১২ ঘণ্টার জন্য স্কুল বাসে বা গাড়িতে তারা সমতলে নামতে পারবে বলে জানিয়েছে মোর্চা নেতৃত্ব। তবে, পাহাড়ে বন্‌ধ উঠছে না। এদিন গান-নাচ-ছবি আঁকায় গোর্খাল্যান্ডের দাবি তোলে মোর্চা সমর্থকরা।

বৃহস্পতিবার থেকে পাহাড়ের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে আবাসিক স্কুলগুলির ছাত্রছাত্রীদের কীভাবে সমতলে নামিয়ে আনা যাবে, তা জানতে চেয়ে বারবার স্কুলগুলিতে যোগাযোগ করছিলেন উদ্‌঩বিগ্ন অভিভাবকরা।  স্কুলগুলিও এ ব্যাপারে মোর্চা নেতৃত্বের কাছে আবেদন করেছিল। বুধবার মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ১২ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে আবাসিক স্কুলগুলির পড়ুয়াদের সমতলে নেমে যাওয়ার জন্য। তবে, প্রতিটি বাস ও গাড়িতে স্টুডেন্ট কথাটি লিখে দিতে হবে। তবেই তাদের নামার জন্য ছাড় দেওয়া হবে।

মোর্চার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে স্কুলগুলিতে। কার্সিয়াংয়ে হিমালি স্কুলে ডিরেক্টর রবীন্দ্র সুব্বা বলেন, পড়ুয়া ও আমাদের জন্য ভালো খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sVZQA5

June 21, 2017 at 11:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top