পবিত্র মক্কা শরিফের সামনে রহস্যজনক বোমা বিস্ফোরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে-বিএনপি।

সুরমা টাইমস ডেস্ক:

পবিত্র কাবা শরিফের কাছাকাছি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘কেউ যদি পবিত্র কাবা শরীফ ও পবিত্র মক্কা নগরীর মর্যাদাকে মলিন করতে ষড়যন্ত্র করে সেক্ষেত্রে গোটা মুসলিম বিশ্ব তা প্রতিহত করতে এগিয়ে আসবে।

বিবৃতিতে বলা হয়, ‘পবিত্র কাবা শরিফের কাছাকাছি একটি ভবন পরিবেষ্টিত করে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশির সময় সন্ত্রাসী আত্মঘাতী বোমা বিস্ফোরণে একজন নিহত ও ১১ জন আহত হওয়ার ঘটনায় বিএনপি বিস্ময় ও পবিত্র মক্কা শরিফের সামনে এই রহস্যজনক বোমা বিস্ফোরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

বিবৃতিতে বলা হয়, বিশ্বের কোটি কোটি মুসলমানের ভক্তি, শ্রদ্ধা ও আবেগের কেন্দ্রবিন্দু হচ্ছে বায়তুল্লাহ ও মক্কা নগরী। মানুষ আল্লাহর ইবাদত-বন্দেগির জন্য পবিত্র কাবা শরিফে উপস্থিত হয়। সুপ্রাচীনকাল থেকেই তৌহিদে বিশ্বাসী মানুষরা তাদের জীবন যাপনের মূল প্রেরণা হিসেবে কাবা ঘরকে অন্তরে ধারণ করেন, সেখানে আল্লাহর কৃপা লাভ করতে ইবাদত-বন্দেগীর জন্য সমবেত হন। পবিত্র কাবা শরিফে হামলার পরিকল্পনায় ধর্মপ্রাণ কোনো মানুষই জড়িত থাকতে পারেন না। বিশ্বে মুসলমানদের কাছে আল্লাহর ঘর এবং মক্কা নগরী অতি পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

বিবৃতিতে আরো বলা হয়, ‘গত বছরও জুলাই মাসে মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। সুতরাং এটি সহজেই অনুমান করা যায়, যে দুস্কৃতিকারীরা একটা প্রাণবিনাশী নেটওয়ার্ক গড়ে তুলেছে, এরা মুসলমান ও ইসলামের শত্রু।’

বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি বিশ্বাস করে সৌদি সরকার এই ষড়যন্ত্র সম্পকের্ সতর্ক থাকবে এবং যেকোনো চক্রান্তজাল ছিন্ন করে পবিত্র কাবা শরিফ, নবী (সা.) এর রওজা, মক্ক নগরী, মদিনাতুন নবী ও সৌদিআরবের অন্যান্য পবিত্র স্থানগুলোসহ সেদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sFeomW

June 25, 2017 at 09:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top