লন্ডন, ১৬ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। এজবাস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে নয় উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ভারত। এই হারে হতাশ সাকিব আল হাসান। হারের দায় ব্যাটসম্যানদেরই দিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশের স্কোরকার্ড যখন ১৫৪/২, তখনই শুরু ছন্দ পতনের। কেদার যাদবের মতো অনিয়মিত বোলারকে উইকেট দিয়ে আসার মাশুল দিয়েছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। সাকিব আল হাসানও আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে। যার কারণে ২৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের পর এর দায়টা নিজেদের কাঁধে নিলেন সাকিব, আমরা যেভাবে খেলেছি তা হতাশাজনক। ৩২০-৩৩০ করার মতো ভালো অবস্থানে ছিলাম আমরা। কিন্তু অর্থহীন শট খেলে আমরা উইকেট হারিয়েছি। তামিম-মুশফিক দুজনেরই সেঞ্চুরি করার সু্যোগ ছিল। এই দুজন সেঞ্চুরি পেলে আমাদের রান ৩৪০ পর্যন্ত যেতে পারতো। কিন্তু কেদার যাদবের করা সেই স্পেলে এই দুজন আউট হয়ে যাওয়ায় তা হয়নি। কেদার যাদবের মতো অনিয়মিত বোলারকে উইকেট দিয়ে আসার ব্যাখা দিলেন বাঁ-হাতি এই অলরাউন্ডার, সেই সময়টাতে আমাদের ব্যাটমস্যানরা রান তোলার দিকে মনোযোগী ছিলো। রান তোলার তাড়াহুড়োতে উইকেট খুইয়েছি আমরা। একজন অনিয়মিত বোলারকে উইকেট দিয়ে আসাটা ভালো কিছু নয়। এরপর থেকেই তারা ভালো জায়গায় বল করে আমাদের চাপে রেখেছে। তবে নির্দিষ্ট কারো উপর হারের দায় চাপাচ্ছেন না ৩০ বছর বয়সী সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা অবশ্যই বড় অর্জন। কিন্তু আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। আমরা একটি দল হিসেবে খেলি, দিনশেষে আমরা দল হিসেবেই জিতি, দল হিসেবেই হারি। সূত্র: ক্রিকইনফো আর/১৭:১৪/১৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sivc1n
June 16, 2017 at 11:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন