মুম্বাই, ১৬ জুন- বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে পৌঁছে গেছেন দীপিকা পাড়ুকোন। সেদেশে জনপ্রিয়তা পাওয়ায় সেখানকার ম্যাগাজিনে আবেদনময় ফটোশুট করেছেন এই নায়িকা। এছাড়াও হলিউডের বিভিন্ন অনুষ্ঠানে পশ্চিমা পোশাক পরে হাজির হচ্ছেন তিনি। আর এতেই বিরক্ত হয়েছেন দীপিকার আগামী ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ইতোমধ্যেই দীপিকার কিছু ফটোশুটকে কেন্দ্র করে নির্মাতা সঞ্জয় লীলা বানসালি যথেষ্ট আপত্তিকর মন্তব্য প্রকাশ করেন ৷ গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা তার ছবির শুটিংয়ের মাধ্যমে খুশি নন। কারণ তিনি বিশ্বাস করেন যে, তার আসন্ন চলচ্চিত্র পদ্মাবতীতে নেতিবাচক প্রভাব থাকতে পারে। যার মধ্যে তিনি একটি ঐতিহাসিক চরিত্র রচনা করেছেন। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে নিজের মত প্রকাশ করলেন নির্মাতা সঞ্জয় লীলা। সম্প্রতি এক ম্যাগাজিনের জন্য তারকা দীপিকার শুটিংকে কেন্দ্র করেই পরিচালকের এই ক্ষোভ প্রকাশ। সূত্রের খবর অনুযায়ী, দীপিকা সেই শুটিং-এর কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন, যাতে বেশ কিছু তার আপত্তিকর ছবি থাকার ফলে পরিচালক জানান, পদ্মাবতী তে দীপিকা পাড়ুকোন মূল চরিত্রে অভিনয় করতে চলেছে। ছবিটি এক ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তার মতে এই ধরনের ছবি ইনস্টাগ্রামে প্রচারে পদ্মাবতী দর্শকদের মনে খারাপ প্রভাব আনতে পারে। শুধু তাই নয় , কোনোও রকম ঝুকি নিতে নারাজ পরিচালক। এদিকে সঞ্জয়ের এই প্রতিক্রিয়ায় কোন মন্তব্য করেন নি দীপিকা। আগামী বছর এই ঐতিহাসিক ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। এতে দীপিকার সঙ্গে আরও অভিনয় করেছেন রণবীর সিং, শহীদ কাপুর এবং অদিতি রাও হায়দারি। সূত্র: ডেকান ক্রনিকলস আর/১৭:১৪/১৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rysuYc
June 16, 2017 at 11:35PM
16 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top