ঢাকা::
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবার উর্ধ্বে দেশ। ব্যক্তি, পার্টি সব কিছুর উপরে কিন্তু বাংলাদেশটা।
আজ সোমবার তার নির্বাচনী এলাকার নোয়াখালীর কবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় মন্ত্রী বলেন, দেশের স্থিতিশিলতা ও গনতন্ত্রের স্বার্থে আমাদের সবাইকে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার অঙ্গীকার করতে হবে। তবেই আজকে ঈদ উদযাপন স্বার্থক হবে।
তিনি আরো বলেন, রোজার মাস সংযমের মাস, সংযমের মাসেও আমাদের রাজনীতিতে সংযমের অভাব দেখা গেছে। আমাদের মধ্যে মতের প্রার্থক্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, আমরা একেকজন একেক পথের যাত্রী, তারপরও একটা ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিৎ জনগণের সার্থে।’
এ সময় অন্যান্যদের মধ্যে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, কবিরহাটের পৌরপিতা জহিরুল হক রায়হান সহ দলীয় নেতৃবৃ্ন্দ উপস্থিত ছিলেন।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sd0uVL
June 26, 2017 at 04:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন