নয়াদিল্লী, ২৩ জুন- অনিল কুম্বলের পদত্যাগের পর বিরাট-ধোনিদের প্রধান কোচ খোঁজা শুরু করে দিয়েছে শচীন-সৌরভ-লক্ষ্ণণরা৷ সাবেক ভারত অধিনায়ক অজিত ওয়াদেকরের মতে, টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এই মুহূর্তে বীরন্দ্রে শেবাগই যোগ্য ব্যক্তি৷ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের একদিন পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে৷ টিমের সঙ্গে তার ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা থাকলেও বিরাট-ধোনিদের সঙ্গে একই বিমানে ওঠেননি তিনি৷ পরের দিনই বিরাটদের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে৷ এরপর তার উত্তরসূরি হিসেবে বায়োডাটা চেয়ে বিজ্ঞাপন ফের দেয় বোর্ড৷ জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে টিম ইন্ডিয়ার নতুন কোচ বেছে নিতে চান তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি৷ ওয়াদেকরের মতে, কুম্বলের উত্তরিসূরি হিসেবে শেবাগই যোগ্য ব্যক্তি৷ তার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি ভারতরে জন্য ভালো হবে৷ বিরাট কোচ হওয়ার দৌড়ে শেবাগ ছাড়াও রয়েছেন টম মুডি, রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t2yNDH
June 24, 2017 at 02:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন