মালদা, ২৩ জুনঃ ‘আলাদা জনগোষ্ঠী, ভাষাগোষ্ঠী কিংবা জাতিগোষ্ঠীর ভিত্তিতে বিজেপি কখনই পৃথক রাজ্যকে সমর্থন করে না। গোর্খাল্যান্ড ইশ্যুতেও করবে না। এটাই আমাদের স্ট্যান্ডপয়েন্ট। তবে দেশের ইতিহাসে বীর গোর্খাদের উন্নয়নের দাবিতে সমর্থন করে বিজেপি। শুক্রবার মালদা জেলায় ‘বুথ চলো’ কর্মসূচীর শেষদিনে পাহাড় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এভাবেই পৃথক গোর্খাল্যান্ডের বিরোধীতা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশ দিয়ে কোনোদিন কোনো আন্দোলন রোখা যায়নি, যাবেও না। জ্যোতিবাবু পারেননি, বুদ্ধদেবও পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। আন্দোলন রোখার একমাত্র পথ আলোচনা। আমরা বারবার দাবি করেছি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ বের করুক রাজ্য। কারণ, আমরা কোনো সময়ই রাজ্য ভাগের পক্ষে নই। তাছাড়া এখন পাহাড় সমস্যা শুধু পাহাড়ের নয়, রাজ্যের সমস্যা। তাই সেই সমস্যা সমাধানে শিলিগুড়িতে সর্বদলীয় বৈঠক হতে পারে না। কলকাতায় ডাকতে হবে।’
একইসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশে সোয়া কোটি গোর্খা রয়েছেন। পাহাড়ে রয়েছেন মাত্র ২৫ লক্ষ। তাই গোর্খাল্যান্ড করলেই সব গোর্খাদের সমস্যার সমাধান হবে না।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2symRID
June 23, 2017 at 08:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন