ঢাকা, ২৭ জুন- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে উঠে আসা পেসার আবু হায়দার রনির। জাতীয় দলে জায়গা করেও নেন তিনি। পাশাপাশি ঘরোয়া লিগেও দারুণ পারফরমার। ২১ বছর বয়সেই স্বনির্ভর এ ক্রিকেটার। অনেক দামী দেশি বিদেশি উপহার পান হর হামেসাই। নিজেও কিনেন। তবে ছোট বেলায় বাবার দেওয়া একটা পাঞ্জাবিই বাংলাদেশ জাতীয় দলের এই পেসারের কাছে জীবনের সেরা উপহার। ঈদে পাওয়া সেরা উপহার নিয়ে রনি বলেন, ছোট বেলা একবার আব্বু হঠাৎ করে একটা পাঞ্জাবি নিয়ে আসলো। সারপ্রাইজ গিফট যাকে বলে। ওটা পেয়ে এতো খুশি হয়েছিলাম যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ওইটাই আমার জীবনের সেরা ঈদ। আর ওই পাঞ্জাবিই আমার জীবনের সেরা উপহার। রনি এবারই প্রথমবার ঈদ করবেন ঢাকায়। যদিও মন পড়ে থাকবে গ্রামের বাড়িতে। ঈদে বন্ধুদের সঙ্গে আড্ডাটা মিস করবেন তিনি। গত ঈদ থেকেই বদলে গেছে রনির জীবন। জাতীয় দলের তারকা খ্যাতির কারণে অনেকেই এখন তার সঙ্গে সময় কাটাতে চায়। আর এটা দারুণ উপভোগ করেন তিনি, জাতীয় দলে খেলার পর আমার অনেক কিছুই বদলে গেছে। আগে টুকটাক মানুষ চিনতো। আর এখন সবাই চিনে ও জানে। গত ঈদে যখন বের হয়েছি তখন সবাই হাই হ্যালো করেছে। অনেকে ছবি তুলেছে। বিষয়গুলো আসলে অনেক মজার। তারকা হওয়ার কারণে এখন রনিকে অনেক বেশি সালামী দিতে হয়। ব্যাপারটা জানিয়েই হেসে ওঠেন এই পেসার, আগে বড় ভাইরা আমাকে দিতো। আর এখন আমাকে দিতে হয়। এটা অনেক ভালো লাগে। আর/০৭:১৪/২৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sV08F9
June 27, 2017 at 02:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন