কি হতে কি হয়ে গেলো। শুরু থেকে যেভাবে এগোচ্ছিল বাংলাদেশ দল। তাতে অনেকে ভেবেছেন রানের ছোটোখাটো একটা বোঝা বেঁধে দেওয়া যাবে কোহলিদের কাঁধে। কিন্তু মিডল অর্ডারের মলিনভাব সব কিছু ওলট-পালট করে দিল। ৩০০ রান দূরের কথা, টেনেটুনে ২৫০ পার করল মাশরাফিরা। ভারতের মতো শক্তিশালী দলের সামনে ২৬৪ রান মামুলি বলাই যায়। যে দলে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, যুবরাজ সিং কিংবা মহেন্দ্র সিং ধোনির মত তাবড় ব্যাটসম্যান আছেন তারা এ রানটা অনায়াসেই তাড়া করার সামর্থ্য রাখে। তবুও একটা জায়গা আশায় বুক বাঁধা যায়, এজবাস্টনে ২৬৫ বা এর বেশি রান তাড়া করে জয়ের ঘটনা আছে মাত্র দুটি। সর্বশেষটি আবার সেই ১৯৯৩ সালে। এরপর এই রান তাড়া করে জেতার নজির নেই এই পিচে। দিনের প্রথম মুদ্রা লড়াইয়ে হেরেই কি মনোবল হারালেন বাংলাদেশ? উঠেছে এমন প্রশ্ন। মাশরাফিও চেয়েছিলেন টস জিতলে আগে বোলিং করতে। কিন্তু সেটা আর হলো কোথায়। ভাগ্যের লিখন কোহলির জন্যই সুখের বার্তা দিল। টস জিতে বাংলাদেশকে পাঠাল ব্যাটিংয়ে। চিরচেনা রূপেই নিজেকে সাজালেন সৌম্য। ছন্দে ফেরার ছিটেফোঁটাও মিলল না সৌম্যর ব্যাটে। তামিমের হাতে হাত রেখে বাংলাদেশ দলকে লড়াইয়ে ফেরান মুশফিক। কিন্তু এক এক করে তামিম, মুশফিক, সাকিব, মোসাদ্দেক আউট হওয়ায় রানের চাকায় পড়ল জং। বাংলাদেশের আশা-ভরসার প্রতীক হয়ে একপাশে ধীরে ধীরে এগোতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও আজ পারলেন না। কিউইদের বিপক্ষে লাল-সবুজের দেশকে জিতিয়ে মাঠ ছাড়া রিয়াদ আজ ফিরলেন ২১ রান করে। শেষদিকে মাশরাফিদের ব্যাটে লড়াইয়ে কিছু পুঁজি পেল বাংলাদেশ। উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠার দৌড়ে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। দুই দলই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। বিকাল ৩.৩০টায় শুরু হয় ম্যাচটি। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rzNadC
June 16, 2017 at 01:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top