লন্ডন, ১৫ জুন- পশ্চিম লন্ডনে বহুতল ভবন গ্রিনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১৭তে পৌঁছেছে। এর মধ্যে পাঁচজনের বাড়ি মৌলভীবাজারের বিরইমবাজ গ্রামে। বৃহস্পতিবার পর্যন্ত এদের মধ্যে ২৮ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ভবনটিতে যখন আগুন লাগে তখন সেখানে কয়েকশো মানুষ ছিলেন,যাদের বেশিরভাগ সে সময়ে ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে মোট ১২০টি ফ্ল্যাট বিশিষ্ট। ওই ভবনে অগ্নিকাণ্ডে সেখানে বসবাসরত একটি বাঙালি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। পরিবারটির বাড়ি মৌলভীবাজার জেলার আখাইলকুড়া ইউনিয়নে বিরইনবাজ গ্রামে। লন্ডনের গ্রিনফেল টাওয়ারের একটি ফ্ল্যাটে কমরু মিয়া, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করতেন। সেখানে নিহত হওয়া কমরু মিয়া ৪ যুগের বেশি সময় ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তার স্ত্রী ও ৩ সন্তানসহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হন। এর মধ্যে বড় ছেলে আব্দুল হাকিম অন্যত্র বসবাস করায় বেচে যান। নিহতরা হলেন- কমরু মিয়া তার স্ত্রী রাবেয়া বেগম দুই ছেলে আব্দুল হামিদ ও আব্দুল হানিফ ও মেয়ে হাসনা বেগম তানিমা। দেশে বসবাসরত কমরু মিয়ার বড় ছেলে সুজন মিয়া জানিয়েছেন তিনি লন্ডন থেকে ফোন পেয়ে জেনেছেন। বোন, ভাই অনেককে ফোন করে বাচাও বাচাও বলেছেন। কিন্তু তার পর আর কোনো খবর নেই। আর/১০:১৪/১৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sDWUrQ
June 16, 2017 at 06:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন