এই সরকারের মেয়াদ শেষের আগেই জিডিপি পৌঁছবে ৮ শতাংশে, দাবি পানাগারিয়ার

নয়াদিল্লি, ২ জুনঃ গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন দেশের জিডিপি বৃদ্ধির হার। শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে ৬.১ শতাংশ। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া তা সত্ত্বেও দাবি করেন, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই নাকি ঘুরে দাঁড়াবে অর্থনীতি। ভঙ্গুর অর্থনীতি গত তিন বছর ধরেই উর্ধ্বমুখী। দাবি করেন, আগামী কয়েক বছরের মধ্যেই আর্থিক বৃদ্ধির হার পৌঁছবে ৮ শতাংশে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ত্রৈমাসিকে চিনের জিডিপি বৃদ্ধির হার ৬.৯ শতাংশ। যা একই সময়ে ভারতের চেয়ে অনেকটাই বেশি। বিরোধী দলগুলি জিডিপি কমে যাওয়া নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করছে। পানাগারিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘নোট বাতিলের ফলে যে সঙ্কট তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠা গিয়েছে। সেই হিসাবে ভারতের অর্থনীতি ২০১৭-১৮ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ঘুরে দাঁড়ানো উচিত। মোদী সরকার যখন ক্ষমতায় আসে, তখন অর্থনীতি ছিল ভঙ্গুর। চলতি বছর আমাদের আর্থিক বৃদ্ধি ৭.৫ শতাংশ হবে। ২০১৯ এর আগেই আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশে পৌঁছে যাবে বলেই আমরা আশাবাদী।’

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। ২০১৪-১৫ অর্থবর্ষে এই হার ছিল ৭.৫ শতাংশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qOCW8Z

June 02, 2017 at 10:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top