মুম্বাই, ০২ জুন- সাল্লুভাইয় কি পাগল হয়ে গেলো? সব সময় নিজের মন মতো চলেন ভাল কথা। কিন্তু এবার যা করলেন শুধু মানুষ হাসালেন। সর্বসমক্ষে তার অদ্ভুত কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া। উঠছে হাসির রোলও। সালমান তাঁর আগামী সিনেমা টিউবলাইট-এর প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সব ঠিকঠাকই চলছিল। ছবি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উড়ে আসছিল নায়কের দিকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সব প্রশ্নের জবাবও দিচ্ছিলেন তিনি। এরই মাঝে হঠাৎ নিজের জিন্সের প্যান্ট থেকে একটু সুতো ছিঁড়ে নিলেন সল্লুমিঞা। এই পর্যন্ত তাও ঠিক ছিল। এর পর সবাইকে অবাক করে আঙুল দিয়ে সুতোটি গোল্লা পাকিয়ে সটান চালান করে দিলেন তাঁর মুখে। আর পুরো ঘটনাই ঘটল ক্যামেরার সামনে। বি-টাউনের হার্টথ্রবের এমন অদ্ভুত কার্যকলাপের ভিডিও আপলোড হয়ে গেল ইন্টারনেটে। তারপর থেকেই রীতিমতো ট্রোলড এই ভিডিও। টুইটারে কেউ বলছেন, সালমান হয়তো একঘেয়েমি বোধ করছিলেন, তাই এমনটা করেছেন। আবার কারও মত, তাঁর হয়তো ক্ষিদে পেয়েছিল। কেউ রসিকতা করে মন্তব্য করছেন, এটা বোধহয় বিয়িং হিউম্যানের ভোজ্য জিন্স। কিন্তু ঠিক কী কারণে ভাইজান এমনটা ঘটালেন তার আসল কারণটা কিন্তু অজানাই। আর/১৭:১৪/০২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2smwhVc
June 03, 2017 at 04:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top