ইসলামাবাদ, ২৬ জুন- কী এক কর্মই না করেছেন জসপ্রিত বুমরাহ! যে কর্ম ব্যবহৃত হচ্ছে জনসচেতনামূলক কাছে। জন্মভূমি ভারতেই শুরু হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বুমরাহর করা নো বল ব্যবহার করা হয় ভারতের পুলিশের প্রচারণায়। জয়পুরের রাস্তায় সিগন্যাল ভঙ্গকারীদের শিক্ষা দিতে রাস্তার ধারে হোডিংয়ে দেয়া হলো জসপ্রিত বুমরাহর সেই নো বলের ছবি। জয়পুর পুলিশ দুঃখ প্রকাশ করে এটি প্রত্যাহার করে নেয়। এবার গণ্ডি ছাড়িয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পুলিশের প্রচারণায়ও ব্যবহার করা হচ্ছে বুমরাহর সেই নো বল। সীমা অতিক্রম না করার ক্ষেত্রে বুমরাহর নো বলের ছবিটি ব্যবহার করছে ফয়সলাবাদ পুলিশ। এতে রীতিমতো বিরক্ত ভারতীয় এই পেসার। এই ঘটনায় চটেছেন বুমরাহ। টুইটারে তিনি লিখেছেন, এটা দারুণ লাগছে জরপুর পুলিশের কর্মকাণ্ডে। মনে হচ্ছে দেশের হয়ে কাজ করে এরা অনেক সম্মান পেয়েছেন। আর/১২:১৪/২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t6n7PF
June 26, 2017 at 06:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top