তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষ,নিহত ০১,আহত ০৬ ।

নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাজীপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরিফ আলী নামের এক প্রতিবন্দী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অরো ৬ জন।আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- আরবেশ আলী, আব্দুল খালেক, ও আব্দুল হাই। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে হাজীপুর গ্রামে বাড়ির ভেতর যৌথ পুকুরে হাঁড়ি পাতিল ধোয়াকে কেন্দ্র করে বাড়ীর মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহিলাদের কথাকাটিরর পক্ষ নিয়ে ওই বাড়ির পুকুরের একটি অংশের মালিক আরবেস আলী ও আব্দুল খালিক মেম্বার মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আরবেস আলী ও খালিক মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে নিয়ে গেলে আরিফ মারা যায়।

শ্রীমঙ্গল থানার অফিসাস ইনির্চাজ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2saGT8o

June 25, 2017 at 11:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top