শিলিগুড়ি, ১০ জুনঃ ১২ জুন উত্তরবঙ্গের চা শিল্পে ও ১৩ জুন উত্তরবঙ্গের চা অধ্যুষিত জেলাগুলিতে যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাকে বেআইনি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম, কংগ্রেস ও বিজেপি চা বাগান নিয়ে নোংরা খেলায় মেতেছে। এই নোংরা রাজনীতির ফলে যদি চা শিল্প বন্ধ হয়ে যায় তবে তার দায়িত্ব নিতে হবে তাদের। কারণ চা বাগান যদি বন্ধ হয় তবে শ্রমিকরা কিন্তু ছেড়ে কথা বলবে না।’
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চা শ্রমিকদের নিয়ে কেউ কোনোদিন ভাবেনি। আমরা গত কয়েক বছরে শ্রমিকদের জন্য যা করেছি, তা কেউ করেনি। চা বাগান যদি ধর্মঘট হয় তবে তার রাজনৈতিক ফায়দা তুলবে ওই তিন রাজনৈতিক দল। এতে শ্রমিকদের কোনো উপকার হবে না। শ্রমিকদের চাহিদা থাকতেই পারে। তবে তার জন্য আলোচনা হতে পারে। তার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rcNtQ7
June 10, 2017 at 10:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন