দেড় ডজনেরও বেশি মনোনয়ন প্রত্যাশীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সিলেটের ০৬ টি আসনের জন্য।।

সুরমা টাইমস ডেস্ক: সিলেটে গত ঈদ থেকেই দেড় ডজনেরও বেশি মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের কাছে টানার পাশাপাশি নানা উপায়ে সাধারণ ভোটারদের মনোযোগ কাড়তে ব্যস্ত তারা। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরাই এগিয়ে রয়েছেন এবং এদের মধ্যে বেশিরভাগই নতুন। এদের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক আলোচিত নেতাও ভোটে আগ্রহী দেখা গেছে। মর্যাদার সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিতকে ঈদে সিলেটে দেখা যায়নি। ছিলেন এ আসনে আগামীর সম্ভাব্য প্রার্থী অর্থমন্ত্রীর সহোদর ড. একে আবদুল মোমেন। এর মধ্যে পুরো এলাকা চষে বেড়িয়েছেন অপর মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এলাকায় নেতাকর্মীদের বাসায় বাসায় যাওয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাকে তৎপর দেখা গেছে।

সিলেটে এবার ভোটের রাজনীতি শুরু হয় মূলত ইফতার মাহফিলের মাধ্যমে। ইফতার রাজনীতিতে বিএনপি সংগঠন ও মনোনয়ন প্রত্যাশীরা আলাদাভাবে ব্যাপক আয়োজন করলেও পিছিয়ে ছিল আওয়ামী লীগ। এ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে কিছুটা ক্ষোভও রয়েছে। শুধু তাই নয়, সিলেটে বেশ কিছুদিন ধরে ভোটের রাজনীতিতে একক ও দলীয় তৎপরতায় পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, নেতাকর্মীদের আমন্ত্রণ রাখতে গিয়ে প্রতিদিন বাইরে ইফতার করেছি। ঈদ উপলক্ষে নিজের পক্ষ থেকে গরিব-দুস্থদের সহযোগিতা করেছি। ঈদে নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। মনোনয়ন প্রত্যাশী না হলেও বসে নেই সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি ছাড়াও তার স্ত্রী-পুত্রকে মাঠে সক্রিয় দেখা যাচ্ছে। দুস্থদের মাঝে বিতরণ করেছেন ঈদ সামগ্রী।

সিলেট-১ : এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির দীর্ঘদিন ধরে মাঠে তৎপর। তিনি ব্যক্তিগতভাবে রমজানে ইফতারের আয়োজন ছাড়াও সিলেট নগরীতে ওয়ার্ডভিত্তিক ইফতারের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। দুস্থদের মধ্যে ঈদ সামগ্রীও বিতরণ করেন তারা। বিএনপির সম্ভাব্য প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, উৎসবকেন্দ্রিক নই। সারা বছরই গরিব-দুঃখীদের সহযোগিতা দিয়ে যাচ্ছি পিতার নামে খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশনের মাধ্যমে।

সিলেট-২ : এ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী ওমরা করতে এখন সৌদি আরবে। তিনি না থাকলেও সাবেক এমপি আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি নেতা তাহসিনা রুশদী লুনা তৎপর রয়েছেন এলাকায়। তারা নিজ নিজ অবস্থান থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী লন্ডনে থাকলেও তার পক্ষে ঈদে গরিবদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করতে দেখা যায়।

সিলেট-৩ : এ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী নিজ এলাকায় ঈদ করেছেন। সরকারি ও ব্যক্তিগতভাবে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তাছাড়া মনোনয়ন প্রত্যাশায় তৎপর দেখা গেছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান আবু জাহিদকেও। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু জাহিদ প্রকাশ্যেই মাঠে নেমেছেন। বর্তমান এমপি সামাদের সমালোচনায় সরব দেখা গেছে তাকে। মনোনয়নের আশায় এ আসনে সক্রিয় রয়েছেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন। তাদের ঘটা করে দুস্থদের সহায়তা করতে দেখা যায়।

সিলেট-৪ : এ আসনের এমপি ইমরান আহমদ এলাকায় ঈদ করেননি। এলাকায় যাননি বিএনপির সাবেক এমপি দিলদার হোসেন সেলিম এবং জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী এ টি ইউ তাজ রহমান। এ ফাঁকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ ফজলুল হককে সক্রিয় দেখা যায়।

সিলেট-৫ : এ আসনের বর্তমান এমপি জাপার সেলিম উদ্দিন বিদেশে। সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদারও এলাকায় ঈদ করেননি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. আহমদ আল কবির বিদেশে থাকলেও আরেক মনোনয়ন প্রত্যাশী মাসুক উদ্দিন সক্রিয় ছিলেন এলাকায়।

সিলেট-৬ : এ আসনের বর্তমান এমপি সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি এবার এলাকায় ঈদ করেননি। দুস্থরা ঈদে সরকারি অনুদান পেলেও তারা মন্ত্রীকে কাছে পাননি। এ আসনে আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন। তিনি এলাকার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। মনোনয়নের জন্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির দুই নেতা জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ সক্রিয় রয়েছেন। এছাড়া এ আসনের বহুল আলোচিত প্রার্থী সাবেক এমপি ও শিল্পপতি ড. মকবুল হোসেন লেচু মিয়া এবার নির্বাচন করতে আগ্রহী। বিএনপির একাংশ তাকে প্রার্থীতা করতে চাইলেও অপর দুই মনোনয়ন প্রত্যাশী এতে বাধা হয়ে দাঁড়িয়েছেন। সিলেট-৫ আসনের বর্তমান এমপি জাপা নেতা সেলিম উদ্দিন এবার সিলেট-৬ আসনে নির্বাচন করতে আগ্রহী বলে জানা গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2s4PjyZ

June 29, 2017 at 06:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top