লন্ডন, ১৫ জুন- দলীয় ৩১ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটে খেলায় ফিরে বাংলাদেশ। ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। মুশফিকের হাফ সেঞ্চুরির পর বিদায় নেন তামিম। এরপর এক ওভারের ব্যবধানে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান ও মুশফিক। টানা দুই উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ। ৩৬ ওভার শেষে পাঁচ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৬ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ৫৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ এক রানে ব্যাট করছেন। বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থতার পরিচয় দেন সৌম্য। রানের খাতা খোলার আগেই ভুবনেশ্বরের বলে ফিরে যান তিনি। ভালো শুরু ইঙ্গিত দিলেও ব্যক্তিগত ১৯ রানে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিন নম্বরে নামা সাব্বির। দলীয় ৩১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন তামিম ও মুশফিক। শুরুতে কিছুটা ধীরে খেললেও সময় যেতেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন তামিম। চার-ছক্কার ফুলঝুরিতে তুলে নেন ক্যারিয়ারের ৩৮ তম হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করতে চারটি চার ও একটি ছক্কার মার মারেন তামিম। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মুশফিক। তামিমের পর মুশফিকও দেখা পান হাফ সেঞ্চুরির। ৬১ বলে চার চারে ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে মুশফিকের হাফ সেঞ্চুরির পরই সাজঘরে ফিরে যান তামিম। ব্যক্তিগত ৭০ রানে কেদার যাদভের বলে বোল্ড হন তামিম। ভাঙ্গে তাদের ১২৩ রানের জুটি। ৮২ বলে তামিমের ৭০ রানের ইনিংসে ছিলো সাতটি চার ও একটি ছক্কার মার। এরপর টিকতে পারেননি সাকিবও। ব্যক্তিগত ১৫ রানে রবীন্দ্র জাদেজার বলে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন সাকিব। পরের ওভারেই কেদার যাদভের দ্বিতীয় শিকারে পরিণত হন মুশফিক। যাদভের বলে মিডউইকেটে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হাতে ধরা পড়েন মুশফিক। আউট হওয়ার আগে ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৮৫ বলে চার চারে ৬১ রান করেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tpZ3UX
June 16, 2017 at 12:39AM
15 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top