লন্ডন, ১৫ জুন- ৭ বল ও ২ রানএটুকুই লাগল বাংলাদেশের ইনিংসে ধস নামতে! ১২৩ রানের তৃতীয় উইকেট জুটির পর বাংলাদেশ ছুটছিল দুরন্ত গতিতে। ৭০ রান করে তামিম ইকবাল ফেরার পরও বাংলাদেশ ছুটছিল। কারণ, উইকেটে তখন ফর্মে থাকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু কাট করতে গিয়ে সাকিব ফিরলেন ৩৫তম ওভারের দ্বিতীয় বলে। পরের ওভারেই এর চেয়ে বাজে এক শট খেলে আউট হয়েছেন মুশফিক। কেদার যাদবের ফুল টসে অধিনায়ক বিরাট কোহলিকে ক্যাচ দিয়েছেন মুশফিক (৬১)। বাংলাদেশের স্কোর নিশ্চিতভাবে তিন শর দিকে ছুটছিল, এই ৭ বল সব গড়বড় করে দিল। বাংলাদেশ অবশ্য সবচেয়ে বেশি আক্ষেপ করবে ২৮তম ওভারের শেষ বল থেকে ৩৬তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত ৪৫ বলের সময়টা নিয়ে। এ সময় ২৫ রানের মধ্যে ফিরে গেছেন তামিম, সাকিব, মুশফিক। এই তিন স্তম্ভকে হারিয়ে বাংলাদেশের রানের চাকা শ্লথ হয়ে যায়। যেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ-মোসাদ্দেক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেটে ২১২ রান করেছে বাংলাদেশ। ক্যাচ ধরার পর কোহলির উদ্যাপন কুৎসিত হতে পারে, তবে ম্যাচের ওই পরিস্থিতিতে মুশফিকের অমন শটও খুব একটা দৃষ্টি সুখকর ছিল না। ৩ উইকেটে ১৭৭ রানের পর প্রায় তিন শ ছুঁই ছুঁই স্কোরের স্বপ্ন দেখা বাংলাদেশ থমকে গেল আচমকা। ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর এখন স্কোর কত হয় সেটাই দেখার। বাংলাদেশ যে এখন শেষ ওভারগুলোতে ঝড় তুলতে পারে না নিয়মিত। অথচ দলকে এখন টেনে নেওয়ার কথা ছিল তামিম ও মুশফিকের। ভারতের মূল বোলারদের সামলে, প্রভাব খাঁটিয়ে দুজনই আউট হয়েছেন কেদার যাদবের অফ স্পিনে! দলের ১৫৪ রানে তামিম হয়েছেন বোল্ড, মুশফিক দিয়েছেন ক্যাচ। আর সাকিব আউট হয়েছেন তাঁর ভারতীয় সংস্করণের হাতে, রবীন্দ্র জাদেজার বলে মহেন্দ্র সিং ধোনির ক্যাচ হয়েছেন। এর আগে ৩১ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ভারতের বোলিং আর মেঘলা কন্ডিশন পরীক্ষা নিচ্ছিল সেমিফাইনালের চাপের ম্যাচে। কিন্তু দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম-মুশফিকের শতরানের জুটিতে সে চাপ কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। পঞ্চাশ পেরিয়েই তামিম আবার টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন, মাঠে শিখর ধাওয়ানকে দর্শক বানিয়ে। ২৮, ৩, ৩আগের তিন ম্যাচে সৌম্যর রান। আজ তো রানই করতে পারলেন না। ভুবনেশ্বর কুমারের বলে প্লেড অন বাঁহাতি ওপেনার। ১ রানে ১ উইকেট হওয়ার পর সাব্বির-তামিম ইকবালের দ্বিতীয় উইকেট জুটি চেষ্টা করেছে ধাক্কাটা সামাল দেওয়ার। চার বাউন্ডারিতে সাব্বির ইঙ্গিতও দিয়েছিলেন আগের তিন ম্যাচের ব্যর্থতা পুষিয়ে দেওয়ার। টানা ১৩ বল রান না ওঠায় অস্থির হয়ে উঠলেন সাব্বির। ভুবনেশ্বরকে কাট করতে গিয়ে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়লেন পয়েন্টে। ফেরার আগে সাব্বির করতে পারলেন ১৯ রান। গ্রুপ পর্বের তিন ম্যাচেই রান পাননি দুজন। তাঁরা জ্বলে উঠতে পারেননি আজও। ৭ ওভারের ১ বল বাকি থাকতে বাংলাদেশের ২ উইকেট নেই। সৌম্য-সাব্বিরকে হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছেন তামিম-মুশফিক। ভাগ্যকে আজ পাশে পাচ্ছে বাংলাদেশ। হাফ চান্সগুলো পক্ষে যাচ্ছে। তামিম নিজে যেমন বোল্ড হয়েও একবার বেঁচে গেছেন হার্দিক পাণ্ডিয়া নো বল করায়। ৪ রানে মাহমুদউল্লাহও একবার জীবন পেয়েছেন। এমনকি এর মধ্যে জরিমানা থেকে ৫ রানও পেয়েছে বাংলাদেশ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sscLt4
June 16, 2017 at 12:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top