ঢাকা, ১৫ জুন- আজকের দিনটি ভালো কাটলে সারা জীবন ভালো কাটবে একটি ছবির নাম। জয়া আহসানের নতুন ছবি। একেবারেই নতুন, তা নয়। পাঁচ বছর আগে ছবিটির কিছু শুটিং হয়েছিল। তখন কিন্তু ছবিটির নাম ছিল পারলে ঠেকা। পরিচালক সামুরাই মারুফ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্প নির্দেশক। ছবির কাহিনি ৩০১৩ সালের। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এখন আবার ছবিটির শুটিং হচ্ছে। ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন আর গাজীপুরের জাতীয় উদ্যানে শুটিং হলো। আর শুটিংয়ে অংশ নিয়েছেন জয়া। পাঁচ বছর আগে এ ছবির জন্য দুটি গান করেন জয়াএকটা জঙ্গলের ডাক, আরেকটির শিরোনাম পারলে ঠেকা। হেভিমেটাল আর রক ঘরানার গান। জয়া বলেন, গান গাইতে পেরে খুব ভালো লেগেছে। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, গান দুটি তো শ্রোতারা পছন্দ করেছেন। তবে কি জয়া গানের অ্যালবাম করবেন? একদম না, অ্যালবাম করার কোনো ইচ্ছা নেই। কারণ, আমি তো সংগীতশিল্পী নই। ছবির চরিত্রটিকে আরও জীবন্ত করার জন্যই গান করেছি। বলেছিলেন জয়া। জঙ্গলের ডাক গানটির ভিডিও ইউটিউবে অবমুক্ত করা হয় ২০১২ সালেন ৬ ডিসেম্বর। ছবির স্থিরচিত্রে জয়াকে ডাম্বেল হাতে শরীরচর্চা করতে দেখা যায়। জয়া ব্যক্তিগত জীবনেও ডাম্বেল দিয়ে শরীরচর্চা করেন? জয়া বলেন, অবশ্যই! ছবিতে যে ডাম্বেল দেখা যাচ্ছে, তার চেয়ে অনেক ভারী ডাম্বেল আমি প্রতিদিন উঠাই। এ তো কিছুই না আমার কাছে! আজকের দিনটি ভালো কাটলে সারা জীবন ভালো কাটবে ছবিতে নিজের চরিত্র নিয়ে জয়া বললেন, আমি চোরদের চুরি করা সম্পদ চুরি করি। অনেকটা রবিন হুডের মতো। টারজানের মতো বনে-জঙ্গলে ঘুরে বেড়াই। নিঃসন্দেহে চরিত্রটি অন্য রকম। এতে অ্যাডভেঞ্চার আছে। আর ব্যক্তিগত জীবনে আমিও সব সময় অ্যাডভেঞ্চার ভালোবাসি। জঙ্গলের ডাক গান:



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sw1CbE
June 16, 2017 at 12:30AM
15 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top