লন্ডন, ১৪ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে পাকিস্তান। টস জিতে স্বাগতিকদের ব্যাটিয়ে পাঠায় পাক অধিনায়ক। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ ব্যাটসম্যানদের চাপে রেখেছে পাক বোলারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান। ক্রিজে আছেন মরগান (০) ও রুট (২৫)। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সময় সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার কছেবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জিতে অপরাজিতভাবে শেষ চারে পৌঁছায় ইংল্যান্ড। আর পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হারার পর, পরবর্তী দুটি ম্যাচে লড়াই করে টুর্নামেন্টে টিকে থেকেছে। পরিসংখ্যান অনুসারে দুই দলের দ্বৈরথে এগিয়ে ইংলিশরা। তবে পাকিস্তানের ক্ষেত্রে কিছুই বলা যায় না। কারণ তাদের মনে করা হয় সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটি দল হিসেবে। তারপরও আজকের সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ফেভারিট মানা হচ্ছে। পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, রুম্মন রইস, শাদাব খান, হাসান আলী, জুনাইদ খান। ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, মার্ক উড।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s9TYQY
June 14, 2017 at 11:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top