মুম্বাই, ৩০ জুন- পরিচালক কবির খানের হাত ধরে মুক্তি পেয়েছিলো টিউব লাইট ছবিটি। আলেজান্দ্রো মন্তেভার্দের লিটল বয়-এর ভিত্তিতেই তৈরি এই ছবি। এক ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি তার এই ছবি যেখানে মুখ্য ভূমিকাতে রয়েছেন ভাইজান। এ ছবির প্রযোজকও অবশ্য তিনিই। ছবির ট্রেলার, গান সবই দর্শকদের মন ছুয়েছিল ঠিকই, কিন্তু বক্স অফিসে তেমন সাফল্য পেলনা সলমন খান অভিনীত টিউব লাইট। এটি হিট না করার পেছনে ৬ টি কারণ সামনে এসেছে। ১। প্রথমত সালমান খানের এই ছবিটিতে রোমান্টিক অ্যাঙ্গেল, এক্সান দৃশ্য এবং চার্টবুস্টার ট্র্যাকের প্রয়োজন ছিল। ২। ফিল্ম রিমেক থেকে দূরে থাকা উচিৎ ছিল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগে, এক বিশেষ সাক্ষাৎকারে কবির খান বলেন, এটি পুরোপুরি রিম্যাক নয়, তবে লিটল বয় ছবিটির কিছু অংশ শুধু ব্যাবহার করা হয়েছে। ৩। চলচ্চিত্রের শিক্ষাগুলি আরও বেশি জোরদার হওয়া উচিৎ ছিল। ৪। পাশাপাশি ইদের দিনই কেন বাছা হল মুক্তির দিন হিসাবে। কবির খান জানান আমি ব্যক্তিগত ভাবে মতামত দিই যে যদি ছবিটি ঈদের উৎসবের চেয়ে অন্য কোন দিন মুক্তি পায়,তবে এটি বক্স অফিসে সাফল্য পেতনা। কিন্তু কবির খানের এই মতামত একেবারেই খাটলনা টিউব লাইট এর ক্ষেত্রে। এখনো অবধি সেই ভাবে সাফল্যের মুখ দেখেনি এই ছবিটি । ৫। কবির খানের চিন্তা ভাবনায় একি জিনিস বার বার ফুটে উঠছিল। গল্প আরও একটু বদলানোর দরকার ছিল। কবির খান-সালমান খান একত্রে থাকায় প্রত্যাশা একটু বেশি মাত্রায় ছিল। এক থা টাইগার এবং বজরঙ্গি ভাইজানে দুজন মিলে বক্স অফিস বেশ ভালই রাজত্ব করছে। তাই যখন তারা তৃতীয়বারের মতো ফিরে আসেন টিউব লাইট ছবিটি নিয়ে প্রত্যাশা বেশিই ছিল দর্শকের। কিন্তু যা একদমই পুরন করতে পারেনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2txuGQj
July 01, 2017 at 02:25AM
30 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top