কোচবিহার, ৩০ জুনঃ জিএসটি বিরোধিতায় শুক্রবার ব্যবসায়ীদের ডাকা জেলাজুড়ে ব্যবসা বন্ধ ব্যাপক প্রভাব পড়ল। এদিন কোচবিহার শহর এবং শহরতলি এলাকা, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ মহকুমা সহ জেলার সর্বত্রই হাট, বাজার, দোকান-পাট বন্ধ ছিল। ওষুধের দোকানগুলো বন্ধের আওতার বাইরে ছিল। পাশাপাশি এদিন জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মিছিল করার পর জেলাশাসক ও বাণিজ্য কর দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।
এদিন কোচবিহার জেলা জুড়ে দোকান বন্ধ থাকার দরুণ প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কোচবিহার ব্যবসায়ী সমিতি। এতে বিশেষ করে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।
ব্যাবসায়ী সমিতির সম্পাদক চাঁদ মোহন সাহা বলেন, ‘জিএসটি প্রয়োগ হোক কিন্তু স্বচ্ছভাবে। তা আরও সরলীকরণ করা হোক এই দাবিই প্রশাসনের কাছে রেখেছি।’ এছাড়াও রাজ্যের বাণিজ্য কর দপ্তরের ডিরেক্টরের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ttCLoz
June 30, 2017 at 08:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন