ঢাকা, ১৬ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৯ উইকেটে হেরে শেষ শিরোপার স্বপ্ন শেষ বাংলাদেশের। তবে হার দিয়ে ফাইনালের আগেই আসর শেষ হয়ে গেলেও বাংলাদেশ মাথা উঁচু করেই দেশে ফেরার সক্ষমতা রাখে বলে মনে করছেন শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত কলামে সম্প্রতি সাঙ্গাকারা বলেন, এই ম্যাচে বাংলাদেশ সব বিভাগে পরাজিত হয়েছিল। তবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজকে সামনে রেখে মাথা উঁচু করেই ঢাকা ফিরে যেতে পারে। তার দেশিয় কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা উল্লেখ করে সাঙ্গাকারা বলেন, গত কয়েক বছরে চন্ডিকা হাথুরুসিংহের বিচক্ষণ কোচিং এর সহায়তা, সহায়ক ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসানের মতো কোয়ালিটিসম্পন্ন খেলোয়াড় দ্বারা বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বলে আশা প্রকাশ করে সাঙ্গাকারা বলেন, তারা দুইটি মূল আইসিসি ইভেন্টের নকআউট পর্বে উঠেছে। এখন তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার সত্যিকার আশা নিয়ে ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিতে পারে। বাংলাদেশ স্থিতিস্থাপকতা এবং শক্তিমত্তা প্রমাণ করেছে। অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি কর্তৃক সাহায্য পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সাহসী অর্জন ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার কথা মনে করিয়ে দেয়- ছোটরা নায়কে রুপান্তরিত হওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স নিয়ে বাংলাদেশের গর্ব অনুভব করা উচিত জানিয়ে সাঙ্গাকারা বলেন, অর্জনের জন্য বাংলাদেশ গর্ব বোধ করতে পারে। তবে বোলিংয়ে আরও ভিন্নতা এবং একাগ্রতা তৈরি করতে হবে যখন দলটি বিশ্বকাপের জন্য আবারও ইংল্যান্ডে আসবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sweTAe
June 16, 2017 at 07:59PM
16 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top