টলিউডের তারকাদের ভাল চরিত্রটাই দেখেছেন। তাদের বদ অভ্যাস গুলো কি জানেন? বড় থেকে ছোট প্রায় সকল মানুষেরই থাকে বদ অভ্যাস। হতে পারে সে পলিটিকাল লিডার বা অভিনয় জগতের বিশিষ্ট ব্যক্তি। যাদের আপনারা দেখে এসেছেন অভিনয়ের পর্দায়, তাদের যে কোন বদ অভ্যাস থাকতে পারে সেটা এক প্রকার ধারণার বাইরে। চলুন জেনে নেওয়া যাক আপনার প্রিয় টলিউড তারকাদের বদ অভ্যাস সম্পর্কে- ১। প্রথমেই আসা যাক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর কথায়। তার বদ অভ্যাস বলতে ছেলে। তার ছেলে যখন হোস্টেলে যায় তখন সারা রাত ধরে ছেলের ব্যাগ পরিপাটি করে গুছিয়ে দেওয়া তার অভ্যাস। কিন্তু ব্যাগের সব কিছু ঠিক আছে কিনা তা দেখার জন্য ব্যাগটি প্রায় ছয় থেকে সাত বার খুলে দেখা তার বদ অভ্যাস। ২। আবির চ্যাটার্জি নামটা শুনলেই মেয়েদের যেন হার্ট বিট অনেকটাই বেড়ে যায়। সেই ব্যোমকেশ ওরফে আবিরের যে কোন বদ অভ্যাস থাকতে পারে তা বোধহয় একেবারেই বিশ্বাসযোগ্য নয়। আবিরের বদ অভ্যাসটি হল তিনি ঘন ঘন ব্যাগ চেক করতে থাকেন যে তার আই কার্ড ঠিক ঠাক আছে কিনা। কারণ বহুবার আই কার্ড হারিয়েছেন তিনি। তাই আতঙ্কে ভোগেন সবসময় আর চেক করতে থাকেন বার বার যে সব ঠিক আছে কিনা। ৩। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। তার অভ্যাস হল সে তার ঘর পরিপাটি করে গুছিয়ে রাখেন। তবে বদ অভ্যাস হল ঘর ঘুছিয়ে রাখার পর ও তার মনে হয় ঘর নোংরা আছে। তাই আবারও পরিষ্কার করতে থাকেন। এমনকি কোন বন্ধুর বাড়ি গেলেও যদি নোংরা দেখেন সেখানেই তাকে বকা দেন এবং পরিষ্কার করতে থাকেন। ৪। বব বিশ্বাস ওরফে শাশ্বত চ্যাটার্জি। সকলের প্রিয় অপু দা-এর বদ অভ্যাস হল হাতের কাছে তার জিনিস খুঁজে না পেলেই বাড়ির লোকের উপর চিৎকার করতে থাকেন। এর ফলে তার মেয়ে এবং স্ত্রী খুবই ভয়ে ভয়ে সর্বক্ষণ তটস্থ থাকেন। ৫। অঞ্জন দত্তের রঞ্জনা। মানে পার্নো মিত্র। টলিউড হার্ট থ্রব এই নায়িকার বদ অভ্যাস হল ফোন খুঁজে না পাওয়া। ব্যাগে রেখেও ফোন হারিয়ে ফেলেছেন এটাই ভাবতে থাকেন সারাক্ষণ। ভুল করে কথাও রেখে দিয়ে আর খুঁজে না পেয়ে লোককে ব্যতিব্যস্ত করে তোলেন পার্নো।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t8Tomy
June 16, 2017 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top