আবুধাবি, ৩০ জুন- সংযুক্ত আরব আমিরাতে মিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অদূর ভবিষ্যতে মিনি আইপিএল চালু করতে তৈরী হয়েই নেমেছে বিসিসিআই। ইতোমধ্যে আইপিএলে দশটি আসর আয়োজন করেছে বিসিসিআই। দশটি আসরই ক্রিকেট বিশ্বের কাছে সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছে। তাই মিনি আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই বললেন বড় আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা। তিনি বলেছেন, ভারতের বাইরে মিনি আইপিএল আয়োজনের কথা ভাবছি আমরা। সেটি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। সবকিছু চিন্তা-ভাবনা করেই দুবাইকে আমরা বেছে নিয়েছি। সবকিছু ঠিক-ঠাক করে দুবাইয়ে হবে মিনি আইপিএল। চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ক্রিকেট এখন আয়োজন করা যাচ্ছে না। তাই ঐ সূচিটি এখন ফাকা রয়েছে। সে সময়েই আমরা এ আয়োজন করতে চাই। এছাড়া অতীতে বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করে আমরা বেশ সফল হয়েছি। তাই মিনি আইপিএল বিদেশের মাটিতে অনুষ্ঠিত হলে সফলই হবো আমরা। বাসস/ ওয়ান ইন্ডিয়া। আর/১৭:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2twXLeJ
June 30, 2017 at 09:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top