কলম্বো, ৩০ জুন- পাকিস্তান সফররত অবস্থায় ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নিষিদ্ধই বলা চলে। মাঝখানে জিম্বাবুয়ে ও আফগানিস্তান ক্রিকেট দল দেশটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সফর করলেও প্রথম সারির কোন দল আর পাকিস্তান সফরে যায়নি। এতদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন প্রসঙ্গে আইসিসিও এক প্রকার নিশ্চুপ থাকায় পাকিস্তানকে হোম সিরিজ আয়োজন করতে হয়েছে দেশটির বাইরে তৃতীয় কোন ভেন্যুতে। তবে এবার খুব সম্ভবত এ থেকে রেহাই পেতে যাচ্ছে দেশটি। সফল পিএসএলের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচের পর আইসিসির সমর্থনে সেপ্টেম্বরে দেশটিতে বিশ্ব একাদশের সফর যখন পাকিস্তানের ক্রিকেটানুরাগীদের মনে স্বস্তির যোগান দিচ্ছে ঠিক তখন শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফরের গুঞ্জন স্বস্তির তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ডেইলি মিররের এক প্রতিবেদনে থেকে জানা যায় পাকিস্তান সফরে যেতে ইচ্ছুক শ্রীলঙ্কা। চলতি বছরের শেষ দিকে (নভেম্বর-ডিসেম্বর) একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সন্ত্রাসী হামলার আঁতুড় ঘর হিসেবে পরিচিত পাকিস্তানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এনিয়ে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে ইতোমধ্যে ফলপ্রসু আলোচনা সম্পন্ন হয়েছে বলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার তথ্যসূত্রে প্রকাশ করা প্রতিবেদনটিতে জানানো হয়। পাকিস্তান সুপার লিগের ফাইনালের মতো শ্রীলঙ্কা ক্রিকেট দলের সফর চলাকালীন দলটিকে একই ধরণের নিরাপত্তা দেওয়া হবে নিশ্চিত করে পিসিবির ওই কর্মকর্তা ডন পত্রিকা দেওয়া সাক্ষাৎকারে বলেন, যেহেতু পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সেহেতু শ্রীলঙ্কার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি আমরা। তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তানে আসতে পারে শ্রীলঙ্কা। সিরিজের সবগুলো ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। পাকিস্তান সুপার লিগের ফাইনালে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, ঠিক একইরকম নিরাপত্তা দেওয়া হবে শ্রীলঙ্কা দলকে। এদিকে, শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফর এখনো পর্যন্ত এক প্রকার অনিশ্চিত থাকলেও চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্ব একাদশের পাকিস্তান সফর প্রায় নিশ্চিত। এরই মধ্যে বিশ্ব একাদশের এই সফর আইসিসির পক্ষ থেকে সবুজ সংকেতও পেয়েছে। জানা গেছে, বিশ্বএকাদশের হয়ে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t8uMLm
July 01, 2017 at 02:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন