সুরমা টাইমস ডেস্ক:
সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ের বৈধতা দিয়েছে জার্মানির সংসদ। এর ফলে এখন থেকে দেশটিতে সমকামী মানুষেরা নিজেদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন।
শুক্রবার (৩০ জুন) গ্রীষ্মকালীন বিরতির আগে জার্মান পার্লামেন্টে এই বিল পাস হয়।
জার্মানিতে অবশ্য আগে থেকেই সমকামী ব্যক্তিরা একসঙ্গে বসবাস করতে পারতেন। এক্ষেত্রে কোন বাধা ছিল না। কিন্তু এতোদিন সেখানে তাঁদের বিয়ের বৈধতা ছিল না।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল নিজে এই বিলের পক্ষে ভোট না দিলেও তার উদ্যোগ এই বিল পাসে সহায়তা করেছে। তবে মেরকেলের বিরোধী পার্টির নেতা এই বিলের পক্ষে ছিলেন। পার্লামেন্টে বিলের পক্ষে ভোট পড়ে ৩৯৩টি, আর বিপক্ষে পড়ে ২২৬টি। চারজন ভোটদান থেকে বিরত থাকেন।
এর আগে ২০০১ সালে সমকামিদের বিয়ের রীতির আইনগত স্বীকৃতি দেয় নেদারল্যান্ডস। বর্তমানে পাশ্চাত্য বিশ্বের বিভিন্ন দেশে সমকামীদের বিয়ে আইন অনুযায়ী স্বীকৃত। ইউরোপের মোট ১৪টি দেশে সমকামি বিয়ে বৈধতা পেলো।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tslIUd
June 30, 2017 at 08:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.