ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই’

aঢাকা:: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোন স্থান নেই, ইসলাম শান্তির ধর্ম, মৈত্রীর ধর্ম। এখানে হানাহানির কোন স্থান নেই। ধর্মকে ব্যবহার করে যেকোন ধরনের ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, ধর্মপ্রাণ মানুষকে বিপদগামী করার অপচেষ্টা এদেশের মানুষ বিগত দিনে প্রতিহত করেছে, আগামী দিনেও করবে। ধর্মের নামে যেকোন উচ্ছৃংখলতা ও জঙ্গিবাদ প্রতিহত করা হবে।

শিল্পমন্ত্রী বলেন, ‘ধর্মান্ধতা যাতে আমাদের গ্রাস করতে না পারে, সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

শুক্রবার ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমির হোসেন আমু।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি এবং দেশের মানুষের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2s1KKcP

June 24, 2017 at 10:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top