ইদের মুখে পাকিস্তানে বিস্ফোরণ, গুলি, মৃত অন্তত ৬২

করাচি, ২৪ জুনঃ ইদের মুখে পরপর আত্মঘাতী বিস্ফোরণ আর জঙ্গিদের বেপরোয়া গুলিতে রক্তাক্ত হল পাকিস্তান। তিন শহরে নাশকতার বলি হয়েছেন অন্তত ৬২ জন। আহতের সংখ্যা শতাধিক। ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জামাত-উল-আহ্‌রা।

বালুচিস্তানের রাজধানী কোয়েট্টায় পুলিশের আইজি-র অফিসের সামনে শুক্রবার গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনই পুলিশকর্মী। আহত হন ২১ জন। ঘটনার দায় স্বীকার করে তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর অন্তর্ভুক্ত জামাত-উল-আহ্‌রা।

এর কয়েক ঘণ্টা বাদেই ইদের কেনাকাটার জন্য সিয়া সম্প্রদায় অধ্যুষিত পরাচিনর শহরে স্থানীয় তুরি বাজারে মানুষজন ভিড় করেছিলেন। সেই সময়ই সেখানে প্রচণ্ড বিস্ফোরণ হয়। বহু মানুষ রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন। উদ্ধারকারীরা যখন তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলেন সেই সময় দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে গোটা বাজার আর্তনাদে ভরে ওঠে। দুটি বিস্ফোরণ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়। আহত হন ৭৫ জন। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

সন্ধ্যায় করাচি শহরে একটি রেস্তরাঁর সামনে মোটরবাইকে চড়ে এসে দুই দুষ্কতী কয়েকজন পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালালে চারজনের মৃত্যু হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t1w8cP

June 24, 2017 at 10:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top