ঢাকা, ২১ জুন- চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে আবারও নিষিদ্ধ হতে যাচ্ছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল সোমবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক শীর্ষ নেতা এ তথ্য দিয়েছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন। চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়। সূত্র জানায়, শাকিবের এই মন্তব্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন তারা। এজন্য সোমবার এ জরুরি বৈঠক বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। এ সময় চলচ্চিত্রে শাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন। শাকিবের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ নতুন নয়। এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়। এরপর চলচ্চিত্রের ১৩টি সংগঠন তাকে নিষিদ্ধ করে। পরে চিত্রনায়ক আলমগীরের মধ্যস্ততায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে শাকিব খান নিজের আপত্তিকর আচরণের জন্য ক্ষমা চান। এরপর ১৩টি সংগঠন শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। আর/১২:১৪/২১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sxkCDH
June 21, 2017 at 06:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন