সিলেটে প্রতারনার মাধ্যমে প্রবাসীর ১ কোটি ৪১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।

সুরমা টাইমস ডেস্ক:
সিলেটের আলোচিত আহমদ হাউজিংয় কোম্পানীর মালিক হেলেন আহমদ ও তার ম্যানেজার মিছবাউল ইসলাম কয়েছের বিরুদ্ধে এবার অভিযোগ করেছেন প্রবাসী সিআইপি কয়ছর আহমদ।

তিনি অভিযোগ করেছেন, সিলেটে তার প্রতিষ্টিত ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানীটি দখল নিতে হেলেন-কয়েছ একের পর এক মামলা দিয়ে হয়রানী করছেন।

এমনকি তার কাছ থেকে বিনিয়োগের নামে নেওয়া ১ কোটি ৪১ লাখ টাকাও ফেরত দিচ্ছেন না। তাদের জুলুম ও হয়রানীর কারণে তিনি ও তার কোম্পানী ক্ষতিগ্রস্থ হচ্ছে।

মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার পক্ষে বক্তব্য তুলে ধরেন কোম্পানীর সহকারি ম্যানেজার মাহি খান ও মনিরুল হক। তারা জানান, ওই চক্রের কারণে তারা ব্যবসা করতে পারছেন না।

সিলেটের বালাগঞ্জের বাসিন্দা, লন্ডন প্রবাসী ও তিনবারের সিআইপি কয়ছর আহমদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিসিক খাদিমনগরে ‘দ্যা ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানী বাই সিলেট’ গড়ে তুলে ব্যবসা করে আসছেন। যা থেকে একযুগেরও বেশি সময় ধরে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।

৬৫ জনের মতো শ্রমিক কাজ করছে কোম্পানীতে। কিন্তু কোম্পানীর প্রতি কুনজর পড়ে ভূমি জালিয়াত ও দখলবাজ হেলেন আহমদ ও তার সহযোগী কয়েছের। তারা কোম্পানীর দখল নিতে একের পর এক মামলা করছে। অনেক মামলা ইতোমধ্যে ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ। এমনকি বাদির বিরুদ্ধে ২১১ ধারায় মামলাও হয়েছে।

এক প্রশ্নের জবাবে সহকারি ম্যানেজার মাহি খান জানান, ২০১০ সালে ব্যবসার কথা বলে হেলেন ১ কোটি ৪১ লাখ টাকা নিয়েছিলেন কয়ছর আহমদের কাছ থেকে। সেই টাকা না দিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন হেলেন-কয়েছ। ইতোমধ্যে ১৫/২০টির মতো মামলা ও অভিযোগ দিয়েছেন তারা। এরমধ্যে ৫ কোটি টাকার চাদাবাজি মামলাও রয়েছে। যদিও পুলিশ এর সত্যতা খুজে পায়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হেলেন তার স্বামীর মৃত্যুর পর কয়েছকে সাথী করে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন জনের জায়গা দখল করে আসছেন। ফলে গোলাপগঞ্জের বসন্তপুরের দরিদ্র পরিবারের সন্তান কয়েছও আজ কোটি কোটি টাকার মালিক।

বিভিন্ন জনের জায়গা দখল ও হয়রানীর পর এবার তারা প্রবাসীদের পিছু লেগেছে। এরকম হলে কোনো প্রবাসী সিলেট তথা দেশে এসে বিনোযোগ করবে না। হেলেন-কয়েছদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন সিআইপি কয়ছর আহমদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sn2NsD

June 21, 2017 at 12:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top