সুরমা টাইমস ডেস্ক: সিলেটে বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর পানি উন্নয়ন বোর্ডের শঙ্কা বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১ জুন থেকে ১৯ জুন বিকেল পর্যন্ত সিলেটে ৭৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, সিলেটে জুন মাসে ৮১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক। তবে আগামী দুই দিন (মঙ্গল ও বুধবার) সিলেটে আরো ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টিপাতের স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যাবে।
সোমবার প্রায় দিনভর সিলেটের বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। ব্যাপক বৃষ্টির কারণে ইতোমধ্যে সিলেট বিভাগের অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। সিলেটের বালাগঞ্জ, গোয়াইনঘাটসহ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াইসহ সিলেটের সবগুলো প্রধান নদীর পানিই বাড়ছে। কয়েকটি স্থানে বিপদসীমা ছুঁইছুঁই করছে নদী পানি।
এরকম বারি বর্ষন আরো কয়েকদিন অব্যাহত থাকলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা দেখা দিতে পারে বলে শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের সিলেটের কর্মকর্তাদের।
এদিকে ভারি বর্ষনের কারণে রোববার বড়লেখায় টিলা ধসে মা ও মেয়ে মারা গেছেন। সিলেটের জেলার ৮ টি উপজেলায় দেখা দিয়েছে টিলা ধ্বসের ঝুকি। বিভাগের কয়েকটি স্থানে সড়ক ও সেতু দেবে গিয়ে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rSllNE
June 21, 2017 at 01:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন