সিওএ-র কাছে নিজির ইস্তফাপত্রে ক্ষোভ উগড়ালেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ

মুম্বই, ২ জুনঃ সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক কমিটি থেকে বৃহস্পতিবার হঠাৎ ইস্তফা দেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। ইস্তফা দেওয়ার সময় তিনি একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। সিওএ প্রধান বিনোদ রাইকে লেখা চিঠিতে বিসিসিআইয়ের আচরণের জেরে ক্ষোভ উগড়ে দেন তিনি। তিনি বলেন, স্বার্থের দন্দ্বজনিত সমস্যার সমাধানে ব্যর্থ বোর্ড। তালিকা থেকে বাদ যাননি সৌরভ, দ্রাবিড়, গাভাস্কার এমনকি ধোনিও।

তিনি বলেন, বিসিসিআইয়ের ধারাভাষ্যকার হলেও ম্যানেজমেন্টের হয়ে কাজ করছেন সুনীল গাভাস্কার।

সিএবি সভাপতি হওয়া সত্ত্বেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট-বিশেষজ্ঞ হিসেবে বর্তমান ভারতীয় ক্রিকেটারদের উপর মতামত দেওয়ার জন্য সৌরভ গাঙ্গুলিও তাঁর সমালোচনা থেকে বাদ যাননি।

অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের কোচ ও আইপিএল ফ্র্যাঞ্চাইজ দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হওয়ায় রামচন্দ্রের চোখে স্বার্থের সংঘাতে অভিযুক্ত রাহুল দ্রাবিড়ও। বলেন, তিনি আইপিএলকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন।

‘সুপারস্টার সিনড্রোমে’ আক্রান্ত ভারতীয় ক্রিকেট। ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ‘এ’ গ্রেডের চুক্তি করছে বোর্ড।

ঘরোয়া ক্রিকেটারদের প্রতি চূড়ান্ত অবহেলা এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে তাদের বেতনে আকাশ-পাতাল ফারাক।

গত এক বছরে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স চোখে পড়ার মতো। এর পেছনে ভারতের কোচ হিসেবে অনিল কুম্বলের অবদান অনস্বীকার্য। তার পরেও ভারতীয় কোচের সঙ্গে কোনোরকম আলোচনা না করে নতুন করে কোচের জন্য বিজ্ঞাপণ জারি করে বোর্ড।

বরখাস্ত হওয়ার পরও বিসিসিআইয়ের বিভিন্ন সভা ও বৈঠকে উপস্থিত থাকছেন বহিস্কৃত বহু কর্তারা।

রামচন্দ্র গুহের এই অভিযোগ পাওয়ার পর কি পদক্ষেপ নেয় সিওএ সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sxv5hb

June 02, 2017 at 09:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top