ওয়াশিংটন, ২ জুনঃ একের পর এক নিম্ন আদালতে ধাক্কা খেয়েও ছ’টি মুসলিম দেশের অধিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থেকে যে সরে আসেনি আবার তা বোঝাতেই সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
আমেরিকার বিচারবিভাগের মুখপাত্র সারা ইসগুর ফ্লোর্স জানিয়েছেন, ‘আমরা সুপ্রিমকোর্ট গিয়েছি। আমরা জানি, সন্ত্রাসের হাত থেকে দেশকে বাঁচাতে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দিষ্ট কয়েকটি মুসলিম দেশ সম্পর্কে যে প্রশাসনিক নির্দেশ জারি করেছিলেন তা গুরুত্বপূর্ণ।’ বেশ কয়েকটি দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। সংশ্লিষ্ট দেশগুলি জঙ্গিদের খতম করতে কতটা তত্পর হয়েছে সেবিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন ওই সমস্ত দেশের নাগরিকদের আমেরিকায় ঢুকতে ছাড়পত্র দিতে আগ্রহী নয় বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s26h4p
June 02, 2017 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন