লন্ডন, ১৮ জুনঃ রবিবার লন্ডনের ওভালে বহু প্রতিক্ষিত মুখোমুখি ভারত-পাক ফাইনাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। তুমুল উত্তেজনা সীমান্তের দুপাশে। সঙ্গে লন্ডনের রাস্তায়।
কোনো পরিবর্তন করা হয়নি ভারতীয় দলে। টসে জিতে কোহলি বললেন, বোলিংয়ের জন্য উইকেট যথেষ্ট ভালো। বোলাররা তার ফায়দা নিতে পারবে। তবে অবশ্যই ভাল খেলতে হবে। হালকা করে নেওয়া উচিত নয় পাকিস্তানকে।
ভারতীয় দলঃ রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবীচন্দ্রণ অশ্বীন, ভূবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাহ।
পাকিস্তান দলঃ আজহার আলি, ফকর জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, হাসান আলি ও জুনেইদ খান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sLKy10
June 18, 2017 at 04:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন