নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মেয়র আরিফুল হক ।

নিজস্ব প্রতিবেদক:

বুধবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে সিলেট নগরীর ব্যস্ততম সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা।

রাস্তায় হাঁটু সমান পানি জমে আটকা পড়েছে যানবাহন, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বিপণিবিতানগুলোতে ঢুকে পড়েছে রাস্তার পানি। পানি ঢুকে পড়েছে নগরীর বিভিন্ন বাসা-বাড়িতে।

এর মাঝেই নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসনে বুধবার সকাল থেকেই কর্পোরেশনের কাউন্সিলর, স্থানীয় বাসিন্দা ও সিসিকের কর্মীদের নিয়ে হাটু পানিতে নেমে অবস্থা পর্যবেক্ষণ ও কর্মনির্দেশনা প্রদান করেন মেয়র।

মেয়রের ‍উপস্থিতিতে জলাবদ্ধ রাস্তার পাশের ড্রেনের নালা সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থাও গ্রহণ করা হয়।

অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, মনিপুরী রাজবাড়ি, দরগাহ গেইটসহ অধিকাংশ এলাকায়।

এছাড়াও বারুতখানা এলাকার কয়েকটি দোকান এবং জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, জালালাবাদ হাউজ, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরেও ঢুকে পড়ে রাস্তায় জমাট হওয়া বৃষ্টির পানি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ria21Z

June 15, 2017 at 12:51AM
15 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top