লন্ডন, ১৫ জুন- আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্নের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যেকোনো টুর্নামেন্টে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। তবে প্রথমবারের মত সেমিফাইনাল খেলতে নামা বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গ্রুপ পর্বের লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে সহজ জয় পেলেও সেমি ফাইনালে বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, দক্ষিণ আফ্রিকা মানসিকভাবে বেশ দুর্বল ছিলো। এমন কন্ডিশনে তারা ভালো দল হলেও ভারতের বিপক্ষে তাদের পারফরম্যান্স দুর্বল ছিলো। প্রোটিয়াদের চেয়ে অবশ্য বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। কিন্তু সম্ভবত তারাই একটি ভালো লড়াই উপহার দেবে। তাদের একটি গুণগত ব্যাটিং লাইনআপ আছে, তারা স্পিনারদের বিপক্ষে ভালো খেলে। তাদের বোলাররাও ভালো করছে। ইংল্যান্ডের কাছে আট উইকেটের হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছিলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে মাশরাফি বিন মুর্তজার দল। এরপর ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ে সেমির টিকেট নিশ্চিত করে মাশরাফিবাহিনী। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা পায় ভারত। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারায় সেমি ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় বিরাট কোহলিদের। কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেসে খেলেই হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাঁচা মরার লড়াইয়ে প্রোটিয়াদের আট উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে তারা। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয়ের ক্ষেত্রে ভারতের সম্ভাবনাই দেখছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এই সভাপতি। গাঙ্গুলি জানান, ভারতের জয় পাওয়ার সম্ভাবনা শতকরা ৭০ ভাগ। অন্যদিকে বাংলাদেশের জয়ের সম্ভাবনা শতকরা ৩০ শতাংশ। ভারতকে ফেবারিট উল্লেখ করে গাঙ্গুলি বলেন, ভারতের জয়ের সম্ভাবনা শতকরা ৭০ ভাগ। বাংলাদেশ অবশ্যই ভালো দল। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, তারা বর্তমান ভারতকে হারানোর মতো যথেষ্ট শক্তিশালী দল কিনা! আর/১২:১৪/১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rwDbpD
June 15, 2017 at 06:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top