নিউইয়র্ক, ১৮ জুন- নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে এক গ্রুপ উচ্ছৃঙ্খল যুবকের হেইট ক্রাইমের শিকার হলেন বাংলাদেশি ইমাম কামাল উদ্দিন। ব্রঙ্কসের ক্যাসেলহিলের ইউনিয়ন পোর্ট রোডের ওপরে বাংলাদেশি মালিকানাধীন একটি মোবাইল দোকানের সামনেই এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইফতার পরবর্তী সময়ে হিস্পানিক বংশোদ্ভূত একাধিক যুবক মোবাইল দোকান থেকে ইমাম কামাল উদ্দিনকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এসময়ে তাদের উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় ওই ইমামকে ব্রঙ্কসের জ্যাকবি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রঙ্কসের বাংলাবাজারের কর্নার ঘেঁষে ইউনিয়ন পোর্ট রোডের ওপরে গড়ে উঠেছে দেশীয় মালিকানাধীন একটি মোবাইল ফোন ও উপহার সমাগ্রীর দোকান। ফোনস ক্লাব নামক এই দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে নেয়া হয় বাংলাদেশি ইমাম কামাল উদ্দিনকে। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়। ফোনস ক্লাবের সিসিটিভিতে ধারণকৃত ফুটেজে দেখা যায়, সাদা টি-শার্ট পরা দুই যুবক বাংলাদেশি ইমাম কামাল উদ্দিনকে জোরপূর্বক দোকানের বাইরে নিয়ে যায়। তাদের সঙ্গে ছিল আরও কয়েকজন সহযোগী। হামলাকারীদের হাত থেকে ছুটে ফের মোবাইল দোকানে ঢুকে পড়েন কামাল উদ্দিন। সেখানেও তার ওপর চড়াও হন উচ্ছৃঙ্খল ওই যুবকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন সংক্রান্ত বাকবিতণ্ডার মধ্যেই সেখানে উপস্থিত দাঁড়ি-টুপি পরা ইমামের ওপর হামলা চালানো হয়। শুক্রবার হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন কামাল উদ্দিন। বাংলাবাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে অতর্কিত হমলার কথা তুলে ধরেন তিনি। এর আগে ব্রঙ্কসে একাধিক হামলার শিকার হন বেশ কয়েকজন বাংলাদেশি। ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টার ক্যাসেলহিলের স্টারলিং অ্যাভিনিউতে বাংলাদেশিদের শক্ত অবস্থান থাকার পরও একের পর এক এসব হামলা ভাবিয়ে তুলেছে পুরো কমিউনিটিকে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sHFT0h
June 19, 2017 at 04:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top