আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল মিশন শেষে এখন দেশে আছেন টাইগাররা। যদিও অনেক ক্রিকেটারই স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে আছেন। ঈদের ছুটিতে বাবা-মা, ভাই-বোন সবাইকে সময় দিতে বাড়ির পথে গ্রামের দিকে ছুটছেন সবাই। কেউ কেউ পরিবারের জন্য ইংল্যান্ড থেকে ঈদ উপহার কিনে এনেছেন। আবার কেউ ঢাকায় ফিরেও কেনাকটা করেছেন আপনজনের জন্য। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঈদ করবেন খুলনার নড়াইলে তার নিজ গ্রামে। সেখানে তার জন্য অপেক্ষা করছেন মা-বাবা। তার ডেপুটি টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও মাগুরাতে ঈদ করবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয়। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম ইংল্যান্ড থেকে দলের সঙ্গে না ফিরলেও তিনি দেশেই ঈদ করবেন পরিবারের সঙ্গে। কদিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেছেন টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। তবে ঈদের আগেই তিনি দেশে ফিরে আসবেন। পরিবারের সঙ্গে ঈদ করবেন নিজ শহর চট্টগ্রামেই। জাতীয় দলের তারকাদের মধ্যে ঢাকায় ঈদ করবেন মোহাম্মদপুরের বাসিন্দা তরুণ তাসকিন আহমেদ। বাকিদের বেশির ভাগই চলে যাবেন গ্রামের বাড়িতে। তিন দিন আগেই ঢাকা ছেড়ে খুলনার পথ ধরেছেন সৌম্য সরকার, নূরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজরা। ইমরুল কায়েসও চলে যাবেন ঈদ করতে মেহেরপুরে। ইংল্যান্ড থেকে দলের সঙ্গে ফিরেননি এই ক্রিকেটার। স্ত্রীকে নিয়ে তিনি ইংল্যান্ডেই করেছেন ঈদ শপিং করেছেন। ইমরুল বলেন, এবারও ঈদ গ্রামের বাড়িতেই করবো। সবার জন্য ইংল্যান্ড থেকে ফেরার পথে শপিং করেছি। আসলে পরিবারের সবাইকে নিয়ে ঈদ করার আনন্দটাই আলাদা। তারাও অনেক দিন অপেক্ষা করে ছিলেন আমার জন্য। রুবেল হোসেন অবশ্য খুব আনন্দ নিয়ে ঈদ করতে পারছেন না। কারণ ইংল্যান্ডে ইনজুরিতে পড়ে এরই মধ্যে তার বাম কান ও চোখের মাঝের স্থানটিতে অস্ত্রোপচার করাতে হয়েছে। সুস্থ হতে তাকে অপেক্ষা করতে হবে এক মাস। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত ঈদ করবেন ময়মনসিংহে। এরই মধ্যে পরিবারের সবার জন্য শপিং শেষ করেছেন সৈকত। সাব্বির রহমান রুম্মান এরই মধ্যে চলে গেছেন রাজশাহীতে। ইংল্যান্ড থেকে পরিবারের সবার জন্য কেনাকটা করেছেন। বাবা-মা, ভাই-ভাবি সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছেন তিনি। ঈদ নিয়ে সাব্বির বলেন, এত লম্বা সময় দেশের বাইরে ছিলাম যে সবাই আমাকে দেখার জন্য ব্যাকুল ছিল। আমি বাসায় ফেরাতেই সবাই ভীষণ খুশি। ঈদ করবো পরিবারের সঙ্গে। আমি ইংল্যান্ড থেকে আম্মু-আব্বু, ভাই-ভাবি, বোন সবার জন্য উপহার নিয়ে এসেছি। সবাই ভীষণ খুশি। আমিও খুশি। জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম দলের সঙ্গে ইংল্যান্ড থেকে ফিরে আসেননি। স্ত্রীকে নিয়ে সেখানেই তিনি ঘুরছেন। তবে সূত্রে জানিয়েছে তিনি ঈদ করবেন দেশে পরিবারের সঙ্গে। তবে এবার বগুড়াতে নয়, ঢাকাতেই তার ঈদ করার সম্ভাবনা বেশি। এছাড়াও তাইজুল ইসলাম নাটোরে, কামরুল ইসলাম রাব্বি বরিশালে ঈদ করবেন বলে জানা গেছে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u2jPdk
June 25, 2017 at 04:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন