ঢাকা, ২৫ জুন- পুরান ঢাকার মেয়ে তানহা তাসনিয়া। বেড়ে ওঠাও সেখানে। এখন চলচ্চিত্র নায়িকা। ঈদের পর তার ভালো থেকো ছবি মুক্তি পেতে যাচ্ছে। এই নিয়ে বেশ টেনশনে রয়েছেন এই নায়িকা। এরমধ্যে পাঠকদের জন্য তার ছোট বেলা এবং এখনকার সময় ঈদ আনন্দের স্মৃতিচারণ করেছেন। তার চুম্বক অংশ তুলে ধরেছেন প্রতিবেদক আহমেদ জামান শিমুল। নায়িকা তানহার কাছে চাঁদরাতই ঈদ। চাঁদরাতের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার কাছে ঈদের দিন কোনো মজা লাগে না। চাঁদরাতটাই আমার কাছে অনেক বেশি উত্তেজনার, ওইদিনই আমার কাছে ঈদ। পুরান ঢাকার আজিমপুরের মেয়ে তানহার ছোটবেলার ঈদ কেটেছে অবশ্য মিরপুর ও আজিমপুরে। ছোটবেলার ঈদ আনন্দের স্মৃতিচারণ করে এই নায়িকা বলেন, কাজিনদের মধ্যে আমি সবার বড়। চাঁদরাতে আমরা সবাই মিলে হাতে মেহেদি দিতাম। একইসঙ্গে লাউড স্পিকারে গান শুনতাম। ঈদের সকালের স্মৃতিচারণ করে তানহা বলেন, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতাম। আব্বু চলে যেতেন নামাজে। আমার উঠে গোসল করে রেডি হতাম। অপেক্ষায় থাকতাম- কখন আব্বু আসবেন, কখন সালাম করব, কার কত সেলামি হবে। তিনি বলেন, আব্বু-আম্মু, খালা-খালু এদের কাছ থেকে এখনো সেলামি পাই। তবে এখন পাওয়ার চেয়ে বেশি দেওয়া লাগে। সকালবেলা দেখা যায় তখনও ঘুম থেকে উঠনি, কিন্তু বিশাল সিরিয়াল- আপু দাও, সেলামি দাও। উঠতি এই নায়িকা বলেন, সেলামি নোটের প্রতি আমার আলাদা এক ধরনের মায়া ছিল। কারণ, নোটগুলো সবসময় নতুন কচকচে হত। আমি করতাম কী- নোটগুলো দু-একটা আমার ডায়েরির ভেতরে রেখে দিতাম। বাকি যে টাকাটা থাকত সেটা দিয়ে আমরা কাজিনরা সবাই মিলে চাইনিজ খেতে যেতাম। এরকমও করেছি সবাই মিলে সিনেমা দেখে রাতে ডিনার করেছি। যেমন গত ঈদে সবাই মিলে শিকারী দেখেছিলাম। তিনি বলেন, আমি শপিং পাগল মানুষ। ঈদের জন্য জুতা, জামা সবই কিনেছি। তবে আগে আব্বু-আম্মু যে জামা দিতেন তা লুকিয়ে রাখতাম। ঈদের দিন পরতাম। এবার আব্বু-আম্মু থেকে শুরু করে সবার জন্য কেনার ইচ্ছে আছে। তানহা জানান, ঈদের এক মাস পরে তার অভিনীত ভালো থেকো ছবিটি মুক্তি পাবে। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ ও রোজ। ছবিটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়েছেন নায়িকা তানহা তাসনিয়া।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t4ARuf
June 25, 2017 at 04:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top