ফালাকাটায় খোঁজ মিলল ভুয়ো দন্ত চিকিত্সক

ফালাকাটা, ২৫ জুনঃ ভুয়ো দন্ত চিকিত্সকের খোঁজ মিলল এবার ফালাকাটা শহরে।  রবিবার সকালে এক ভুয়ো দন্ত চিকিৎসককে গ্রেফতার করল ফালাকাটা থানার পুলিশ। মাদারি রোড এলাকায় তাঁর নিজস্ব চেম্বার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছ চিকিৎসার যাবতীয় সামগ্রী। চেম্বারটি সিল করে দিয়েছে পুলিশ। দন্ত চিকিত্সক হিসেবে ফালাকাটায় খুব খ্যাতি ছিল গোপাল বিশ্বাসের।

ইন্ডিয়ান কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিনের বিডিএএস ডিগ্রির সার্টিফিকেট দেখালেও তাতে মান্যতা দেয়নি পুলিশ। তিনি চেম্বারের বাইরে ও প্রেসক্রিপশনে নিজেকে ডেন্টাল সার্জেন উল্লেখ করে প্র্যাক্টিস করতেন।

বেশ কিছুদিন আগে বক্সিরহাটে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা পড়েন তিনি। কিন্তু আদালত থেকে ওই দিনই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। এর পরই তার বিরুদ্ধে জেলা স্বাস্থ্যদপ্তর, জেলা প্রশাসন ও ফালাকাটা থানায় অভিযোগ জানান গোপাল বিশ্বাসের স্ত্রী যমুনা বিশ্বাস। এর পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় ফালাকাটা থানার পুলিশ। আইসি বিনোদ গজমের বলেন, এদিনই তাকে আদালতে চালান করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে হেপাজতে নেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sa3Poj

June 25, 2017 at 05:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top