নতুন বোর্ডের উদ্যোগে গ্রিন সিটি রায়গঞ্জ

রায়গঞ্জ, ১৪ জুনঃ গ্রিন সিটি হিসেবে সাজচে রায়গঞ্জ। বদলে যাচ্ছে খোলনলচে। একসঙ্গে ঝাঁ চকচকে হয়ে উঠবে রাস্তাঘাট। রাজ্যের পাশাপাশি সেই কাজে হাত লাগাবে পুরসভা। পুজোর আগেই শহরের ছবি বদলে যাবে বলে আশাবাদী নতুন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। পুরসভা থাকলেও সেভাবে মাস্টার প্ল্যান করে শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়নি এতদিন। ফলে খামতি থেকে গেছে অনেক কিছুতেই। বুধবার পুরসভা সভাকক্ষে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গ্রিন সিটি নিয়ে আলোচনা করেন নয়া চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ সকল ওয়ারেডের কাউন্সিলাররা।

গ্রিন সিটি করার লক্ষ্যে ৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একটি করে পার্ক হবে। রাজ্যের পূর্তদপ্তরের উদ্যোগে রায়গঞ্জ শহরের মূল রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বসছে ডিভাইডার।  অতি শীঘ্র কাজ শুরু হবে বলে দাবি চেয়ারম্যানের। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে গ্রিন সিটি প্রকল্প নেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rrgtny

June 14, 2017 at 09:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top