ঢাকা, ২৬ জুন- বাংলা চলচ্চিত্রের নতুন মুখ নায়ক রোজ। তার জন্ম যশোরে আর বেড়ে উঠা খুলনায়। বাবা-মা খুলনায় ঈদ করলেও এবার তাকে ঢাকায় একা ঈদ করতে হচ্ছে। ঈদ নিয়ে শৈশবের স্মৃতি আর এখনকার চিত্র নিয়ে কথা বলেছেন নায়ক রোজ। তার ঈদ-স্মৃতি পাঠকদের জন্য তুলে ধরেছেন পরিবর্তন প্রতিবেদক আহমেদ জামান শিমুল। নায়ক রোজ বলেন, ছোটবেলায় প্রথমদিকে ঈদ করতাম যশোরে, এরপর খুলনায়। একটা সময় বাবা-মা সঙ্গে ঢাকায় ঈদ করা হয়। যদিও বাবা-মা খুলনাতেই ঈদ করেন। ঈদুল ফিতরে ঢাকায় থাকতে হচ্ছে। তবে ইচ্ছে আছে কোরবানির ঈদটা খুলনায় বাবা-মায়ের সঙ্গে করার। তিনি বলেন, ঈদের স্মৃতি সবই তো একইরকম। সকাল বেলা ঘুম থেকে উঠে প্রথমে গোসল করতাম। বাবা-মাকে সালাম করতাম, সেলামি নিতাম। বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তাম, আমাদের বাসার পাশেই একটা মসজিদ ছিল। রোজ বলেন, বন্ধুদের নিয়ে নামাজের পর ঘুরতে বের হতাম। সেলামির টাকা দিয়ে সিনেমা দেখতাম। আবার আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে ঈদের সেমাই খাওয়া হত। বেশ মজার ছিল সেই দিনগুলো। তিনি বলেন, এখন অবশ্য বাবা-মাকে সালাম করতে পারি না ঈদের দিন। কারণ ওই যে বললাম তারা বাড়িতে আর আমি ঢাকায় ঈদ করি। আগে বাবা-মা, চাচা, ফুফু, মামাদের কাছ থেকে সেলামি পেতাম। এখন উল্টো আমাকে অনেক বেশি পরিমাণে সেলামি দিতে হয়। ঈদের দিন ইচ্ছে রয়েছে মুক্তিপ্রাপ্ত ছবির যে কোনো একটি হলে গিয়ে দেখার, জানান নায়ক রোজ। আর/১৭:১৪/২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t9ipR4
June 26, 2017 at 10:38PM
26 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top