নিজস্ব প্রতিনিধি ::
বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছে। সোমবার উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকায় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসিয়াপাড়া মহল্লার আব্দুল মিয়ার ছেলে তাবু মিয়া ও মুড়িবাড়ির বরকত উল্লাহর পুত্র জিলু মিয়ার সাথে রাজমিস্ত্রী কাজের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশসহ সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rUlql1
June 27, 2017 at 12:02AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন