নিউ ইয়র্ক, ২১ জুন- গৃহকর্মী নির্যাতনে নিউ ইয়র্কে এক বাংলাদেশি কূটনীতিক গ্রেপ্তার হওয়ার পর সপ্তাহ না যেতেই একই ধরনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সেখানে জাতিসংঘের প্রকল্পে কর্মরত একজন বাংলাদেশি। ম্যানহাটনে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির একটি প্রকল্পের পরিচালক হামিদুর রশীদের বিরুদ্ধে ভিসা জালিয়াতি, বিদেশি কর্মী নিয়োগ চুক্তিতে জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ম্যানহাটন ফেডারেল কোর্টে মঙ্গলবার তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। বিকালেই তার আদালতে হাজির হওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের এক মুখপাত্র জানিয়েছেন। এর আগে গত সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয় গৃহকর্মীকে নির্যাতন এবং মজুরি চাওয়ায় হত্যার হুমকির অভিযোগে। পরে ৫০ হাজার ডলার বন্ডে জামিনে মুক্তি পান তিনি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sT9rHS
June 21, 2017 at 07:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন